দাবিমুক্তিকরণ নীতি

অজানা আইটির দাবিমুক্তিকরণ নীতি

ইহা এমন একটি প্রত্যয়ন পত্র, যাকে সাধারণত দাবিমুক্তকরণ প্রত্যয়নপত্র বলা হয়। এই প্রত্যয়নপত্র সাধারণত ওয়েবসাইটের সুরক্ষায় ব্যবহার করা হয়ে থাকে। একজন ভিজিটর অজানা আইটির বিরুদ্ধে যদি কোন আইনি পদক্ষেপ নেয় তাহলে এই প্রত্যয়নপত্রটি আইটির অ্যাডমিনকে রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে।

সাধারনত কয়েক ধরনের দাবিমক্তিকরণ নীতি আছে। তারমধ্যে কপিরাইট নীতিটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাই আপনাদেরকে কপিরাইট নীতিগুলো কয়েকটি দেওয়া হলো - 

  • অজানা আইটির ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্ট-এর স্বত্বাধিকারী শুধুমাত্র অজানা আইটি নিজেরাই। যেকোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পেজের বা পোস্টের কন্টেন্টের অংশবিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে অজানা আইটি ওয়েবসাইটের DoFollow লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।
  • অজানা আইটিতে প্রকাশিত ব্লগগুলো অধিকাংশ ক্ষেত্রেই বাংলায় অথবা ইংরেজী সোর্স হতে ভাষান্তর করে লেখা হয়। সেক্ষেত্রে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কোন কোন পোস্ট সরাসরি (অনুবাদ) মিলে যেতে পারে। মূল কন্টেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি কন্টেন্টটি যদি অন্য কোথাও বা অন্য ভাষাতে প্রকাশিত না করতে চান তাহলে অজানা আইটির ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করতে পারেন। 
  • এছাড়াও যদি কোন ব্লগার অন্য কোন উপায়ে আপনার প্রকাশিত আর্টিকেল সম্পূর্ণ কপি করে অজানা আইটিতে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লখ না করে। তাহলে অজানা আইটির ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করতে পারেন।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url