অ্যামপ্লিটিউড মডুলেশন ইনডেক্স সমীকরণ নির্ণয়

অ্যামপ্লিটিউড মডুলেশনে মডুলেটিং সিগন্যাল অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের যে পরিবর্তন, তাকে একটি ফ্যাক্টর দ্বারা প্রকাশ করা হয়, যাকে মডুলেশন ফ্যাক্টর বা মডুলেশন ইনডেক্স বলে। অন্যভাবে বলা যায়, অ্যামপ্লিটিউড মডুলেশনে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডের পরিবর্তন এবং স্বাভাবিক ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডের পরিবর্তনের অনুপাতকে মডুলেশন ইনডেক্স বা মডুলেশন ফ্যাক্টর বলে।

সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি,  m=Peak Amplitude of the Modulating SignalPeak Amplitude of the Carrier Signal...................... (I)

ছবি-১

উপরের ছবি থেকে পরিস্কার দেখা যাচ্ছে যে, মডুলেটিং সিগন্যাল ক্যারিয়ার সিগন্যালের উপর অবস্থান করছে। সেহেতু চিত্র হতে আমরা লিখতে পারি,

               Vm=Vmax-Vmin2........................ (II)

এবং,     Vc=Vmax-Vm...................... (III)

Vc=Vmax-Vmax-Vmin2   [(II) নং সমীকরনের মান বসিয়ে পাই]

Vc=2Vmax-Vmax+Vmin2

Vc=Vmax+Vmin2...................... (IV)

(I) নং সমীকরণে Vc এবং Vm -এর মান বসিয়ে আমরা পাই,

m=VmVc

m=Vmax-Vmin2Vmax+Vmin2

m=Vmax-VminVmax+Vmin



এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url