বেসিক ইলেকট্রনিক্স (২৬৮১১)
অধ্যায়-১ (সোল্ডারিং এবং কালার কোড)
আর্টিকেল-
- সোল্ডারিং সম্পর্কে সংক্ষেপে বর্ণনা।
- সোল্ডারিং-এ ব্যবহৃত উপাদানসমূহের কি কি।
- সোল্ডারিং এর ধাপসমূহের সংক্ষেপে বর্ণনা।
- ভাল সোল্ডারিং-এর যেসব বৈশিষ্ট্য থাকার প্রয়োজন।
- ইলেকট্রনিক সার্কিটে রেজিস্টার, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা কর।
- রেজিস্টার, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মান নির্ণয় করার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
অধ্যায়-২ (সেমিকন্ডাক্টর)
আর্টিকেল-
- কন্ডাক্টার, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সম্পর্কে সংক্ষেপে বর্ণনা।
- একটি সেমিকন্ডাক্টর ম্যাটারিয়ালের ইলেকট্রন বিন্যাসের দেখাও।
- সেমিকন্ডাক্টর-এর পরিবাহিতা কিভাবে তাপমাত্রা উপর নির্ভরশীল।
- সেমিকন্ডাক্টরের প্রকারভেদ দেখাও।
- সচরাচর ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম।
- পি-টাইপ ম্যাটেরিয়াল এবং এন-টাইপ ম্যাটেরিয়াল-এর উৎপত্তি সংক্ষেপে বর্ণনা কর।
- পি-টাইপ এবং এন-টাইপ ম্যাটেরিয়ালের চার্জগুলোর সংক্ষেপে বর্ণনা কর।
- পি-টাইপ এবং এন-টাইপ ম্যাটেরিয়ালের মেজরিটি এবং মাইনোরিটি চার্জ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
অধ্যায়-৩ (সেমিকন্ডাক্টর ডায়োড)
আর্টিকেল-
- পি-এন জংশন ডায়োড বলতে কি বুঝায়।
- পি-এন জংশন ডায়োড কিভাবে গঠিত হয়।
- পি-এন জংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভারর্স বায়াস সম্পর্কে বর্ণনা কর।
- পি-এন জংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভারর্স বায়াসের ভোল্টেজ এবং কারেন্ট (V-I) বৈশিষ্ট্য রেখা বর্ণনা কর।
- লোড লাইন, স্ট্যাটিক রেজিস্টেন্স এবং ডায়নামিক রেজিস্ট্রেশন বলতে কি বুঝায়।
- ফরওয়ার্ড ব্রেক ডাউন ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ এবং রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলতে কী বোঝায়।
- পি-এন জংশন ডায়োডের স্পেসিফিকেশনের তালিকা।
এখানে ইলেকট্রনিক্স-এর বেসিক যেসব টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে যা যা রয়েছে তা নিচে দেওয়া হল-
১) হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের দক্ষতা নির্ণয়
২) ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের দক্ষতা নির্ণয়
অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url