ফুল ওয়েভ রেক্টিফায়ার সার্কিটের দক্ষতা নির্ণয়

যে সার্কিট ইনপুট এর পূর্ণ সাইকেলের জন্য আউটপুটও পূর্ণ সাইকেল অথবা উভয় সাইকেল পাওয়া যায় তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলা হয়। ইনপুট এবং আউটপুট ওয়েভসহ নিম্নে একটি হাফওয়েভ রেকটিফায়ার সার্কিট দেওয়া হলো-

ছবি-১

আমরা জানি, লোডে বা আউটপুটে সরবরাহকৃত ডিসি পাওয়ার এবং মোট ইনপুট এসি পাওয়ারের অনুপাতকে দক্ষতা বলে। সুতরাং আমরা লিখতে পারি, 

Efficiency (η)=Output DC Power (Pdc)Input AC Power (Pac)................. (I)

মনেকরি,

সেকেন্ডারি টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ, V=Vmsin(θ) 

ডায়োডের মধ্যকার রেজিষ্টেন্স = rf 

লোড রেজিষ্টর = RL

আউটপুট ডিসি পাওয়ার নির্ণয়ঃ

চিত্র হতে আমরা পাই (আউটপুট), Average Current (Iav)=Idc=1π0πidθ  

Idc=1π0πImsinθdθ          [Where,   i=Imsinθ]

Idc=1π0πVmrf+RL×sinθdθ          [Where,     Im=Vmrf+RL]

Idc=1π×Vmrf+RL0πsinθdθ

Idc=1π×Vmrf+RL×[cosθ]0π

Idc=1π×Vmrf+RL×[1+1]

Idc=1π×Vmrf+RL×2

Idc=2π×Vmrf+RL

Idc=2Imπ ................. (II)   [Where, Im=Vmrf+RL]

আমরা জানি, আউটপুট ডিসি পাওয়ার, Pdc=Idc2×RL 

Pdc=(2Imπ)2×RL ......................(III)      [(II) নং সমীকরণের মান বসিয়ে পাই]

ইনপুট এসি পাওয়ার নির্ণয়ঃ

চিত্র হতে আমরা পাই (ইনপুট), Irms=1π0πi2dθ

Irms2=1π0πi2dθ       [উভয় পক্ষকে বর্গ করে]

Irms2=1π0π(Imsinθ)2dθ    [Where, i=Imsinθ]

Irms2=Im2π0πsin2θdθ  

Irms2=Im22π0π2sin2θdθ 

Irms2=Im22π0π(1-cos2θ)dθ  

Irms2=Im22π(0π1dθ-0πcos2θdθ)

Irms2=Im22π([θ]0π-[sin2θ2]0π)

Irms2=Im22π(π-0)

Irms2=Im22

Irms=Im2 ................. (IV)           [উভয় পক্ষকে বর্গমূল করে]

আমরা জানি, ইনপুট এসি পাওয়ার,   Pac=Irms2×(rf+RL);

Pac=(Im2)2×(rf+RL) ............... (V)

সমীকরণ (III) এবং (V) এর মান সমীকরণ (I) এ বসিয়ে পাই,

Efficiency (η)=PdcPac=(2Imπ)2(Im2)2×RL(rf+RL)

η=4×2π2×RLrf+RL

η=8π2×11+rfRL     [হর এবং লবকে RLদ্বারা ভাগ করে পাই]

এখানে RL-এর তুলনায় rf-এর মান খুব কম। সুতরাং rf-কে RL দ্বারা ভাগ করলে rfRL ভগ্নাংশের মান আরো কমে যাবে। তাই rfRL0 ধরে আমরা লিখতে পারি (সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে),

η=8π2

η%=8π2×100

η%=81.2%

সুতরাং ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের দক্ষতা = 81.2%


আরো পড়ুনঃ ফুল ওয়েভ রেক্টিফায়ার সার্কিটের রিপল ফ্যাক্টর নির্ণয়

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url