যে সার্কিট ইনপুট এর পূর্ণ সাইকেলের জন্য আউটপুটে শুধুমাত্র একটি সাইকেল অথবা
অর্ধ সাইকেল পাওয়া যায় তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলা হয়। ইনপুট এবং
আউটপুট ওয়েভসহ নিম্নে একটি হাফওয়েভ রেকটিফায়ার সার্কিট দেওয়া হলো-
আমরা জানি, লোডে বা আউটপুটে সরবরাহকৃত ডিসি পাওয়ার এবং মোট ইনপুট এসি পাওয়ারের
অনুপাতকে দক্ষতা বলে। সুতরাং আমরা লিখতে পারি,
................. (I)
মনেকরি,
সেকেন্ডারি টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ,
ডায়োডের মধ্যকার রেজিষ্টেন্স =
লোড রেজিষ্টর =
আউটপুট ডিসি পাওয়ার নির্ণয়ঃ
চিত্র হতে আমরা পাই (আউটপুট),
⇒Idc=12π∫0πVmrf+RL×sinθdθ
[Where, Im=Vmrf+RL]
⇒Idc=12π×Vmrf+RL∫0πsinθdθ
⇒Idc=12π×Vmrf+RL×[−cosθ]0π
⇒Idc=12π×Vmrf+RL×[1+1]
⇒Idc=12π×Vmrf+RL×2
⇒Idc=1π×Vmrf+RL
⇒Idc=Imπ ................. (II)[Where,Im=Vmrf+RL]
আমরা জানি, আউটপুট ডিসি পাওয়ার,
Pdc=Idc2×RL
⇒Pdc=(Imπ)2×RL......................(III) [(II) নং সমীকরণের মান বসিয়ে পাই]
সমীকরণ (III) এবং (V) এর মান সমীকরণ (I) এ বসিয়ে পাই,
Efficiency(η)=PdcPac=(Imπ)2(Im2)2×RL(rf+RL)
⇒η=2π×RLrf+RL
⇒η=2π×11+rfRL [হর এবং লবকে RLদ্বারা ভাগ করে পাই]
এখানে RL-এর তুলনায় rf-এর মান খুব কম। সুতরাং rf-কে RL দ্বারা ভাগ করলে rfRL ভগ্নাংশের মান আরো কমে যাবে। তাই rfRL≅0 ধরে আমরা লিখতে পারি (সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে),
অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url