ফ্রিকুয়েন্সি মডুলেশনের মডুলেশন ইনডেক্স নির্ণয়

 

ফ্রিকুয়েন্সি মডুলেশন পদ্ধতিতে ক্যারিয়ার ওয়েভের ফ্রিকুয়েন্সি মডুলেটিং সিগন্যাল ফ্রিকুয়েন্সির তাৎক্ষণিক মানের সাথে পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল ফ্রিকুয়েন্সির সর্বোচ্চ মান fmax এবং ক্যারিয়ার ফ্রিকুয়েন্সির সর্বোচ্চ মান fc -এর পার্থক্যকে ফ্রিকুয়েন্সি ডেভিয়েশন বলে।

ফ্রিকুয়েন্সি মডুলেশনে ফ্রিকুয়েন্সি ডেভিয়েশন এবং মডুলেটিং ফ্রিকুয়েন্সির  অনুপাতকে মডুলেশন ইনডেক্স বা মডুলেশন ফ্যাক্টর বলে।

সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি,

mf=δfm .............(I)

ছবি-১

ফ্রিকোয়েন্সি মডুলেশনের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, মডুলেটিং ভোল্টেজের তাৎক্ষণিক মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, সেজন্য মডুলেশনের পরে ক্যারিয়ার ভোল্টেজের ফ্রিকুয়েন্সিকে আমরা লিখতে পারি,

ω=ωc+Kf·vm ............ (II)   [যেখানে, Kf=সমানুপাতিক ধ্রুবক]

ω=ωc+Kf·Vmcosωmt ............ (III)

2πf=2πfc+Kf·Vmcosωmt

f=fc+Kf·Vm2πcosωmt

সর্বোচ্চ ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে আমরা পাই,

fmax=fc+KfVm2π .............. (IV)

সর্বনিম্ন ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে আমরা পাই,

fmin=fc-KfVm2π .............. (V)

সুতরাং, ফ্রিকুয়েন্সি ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা পাই,

fd=δ=fmax-fc=fc-fmin=KfVm2π .............. (VI)

(VI) নং সমীকরণের মান (I) নং সমীকরণে বসিয়ে পাই,

mf=δfm=KfVm2πfm=KfVmωm .............. (VII)

ডেভিয়েশন রেশিওঃ ফ্রিকোয়েন্সি মডুলেশনে মডুলেশন ইনডেক্স শুধুমাত্র সাইন ওয়েভের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে মডুলেটিং সিগন্যাল ওয়েভ যদি সাইন ওয়েভ না হয় তাহলে যে নাম ব্যবহার করা হয় তাকে ডেভিয়েশন রেশিও বলে। অন্যভাবে বলা যায়, সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি ডেভিয়েশন এবং সর্বোচ্চ মানের মডুলেটিং ফ্রিকুয়েন্সির অনুপাতকেই ডেডিয়েশন রেশিও বলে। যাকে আমরা লিখতে পারি,

Deviation Ratio (Δf)=Δfmaxfm (max)


অরো জানতে ক্লিক করুনঃ

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url