OrdinaryITPostAd

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট বুকিং-টিকেট মূল্য

 

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট বুকিং ও টিকেট মূল্য নিয়ে চিন্তিত। ভাবছেন ছুটির দিনটা কিভাবে কাটাবেন? পরিবারের মধ্য থেকে শোনা গেল ছুটির দিনটা সিনেমা দেখার সিনেমা দেখে কাটাবো। তখন হয়তো আপনার চিন্তা আরও গারো হয়ে গেল।

ছবি-১
ভাবছেন কিভাবে সিনেমা হলের টিকিট ক্রয় করবেন। তাহলে আমি আমার এই পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির শুধুমাত্র আপনাকে চিন্তা মুক্ত করতে। তাবে এর জন্য আমার পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। হতেও পারে পোষ্টটি পড়ার শেষে আপনার মুখে হাসি ফুটবে।

এই পোস্টে যা যা থাকছেঃ স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিট

স্টার সিনেপ্লেক্স কি

স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের অত্যাধুনিক বা আধুনিকতম চলচ্চিত্র হল। ইহা শো মোশন লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ইহা সাধারণত বিনোদন বা চলচ্চিত্র প্রেক্ষাগৃহ প্রদর্শনের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। এখন হতে প্রায় ১৯ বছর আগে এই পেক্ষাগৃহ প্রথম বসুন্ধরা সিটিতে প্রতিষ্ঠিত হয়। 

এরপর ২০১৬ সালে কক্সবাজারে তাদের প্রথম থিয়েটার চালু করে। স্টার সিনেপ্লেক্সে ছয়টি সম্পূর্ণ ডিজিটাল সিনেমা পর্দা রয়েছে। এছাড়াও এতে ত্রিমাত্রিক প্রক্ষেপণ প্রযুক্তি, রুপালি পর্দা, ডলবি-ডিজিটাল সাউন্ড এবং স্টেডিয়ামের মত বসার ব্যবস্থা রয়েছে। প্রায় ১৬০০ টি আসনের ধারণক্ষমতা রয়েছে এর ভিতরে। 

হলের তালিকা স্টার সিনেপ্লেক্স এর

বাংলাদেশে সাধারণত ৭টি স্টার সিনেপ্লেক্স হল রয়েছে। প্রথম থেকে ‍শুরু করে আস্তে আস্তে ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিশেষকরে বিভাগীয় শহরে স্টার সিনেপ্লেক্স চালু করে। এখন আসুন আমরা জেনে নেই কোথায় কবে স্টার সিনেপ্লেক্স চালু হয়েছে-

  • ১ম স্টার সিনেপ্লেক্স - ২০০৪ সালের অক্টোবরে, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্থপথ, তেজগাঁও, ঢাকা।
  • ২য় স্টার সিনেপ্লেক্স - ২০১৯ সালের জানুয়ারিতে, ঢাকা ধানমন্ডির সীমান্ত স্কয়ারের পাশে নির্মিত সীমান্ত সম্ভার বিপনী বিতান।
  • ৩য় স্টার সিনেপ্লেক্স - ২০১৯ সালের অক্টোবরে, মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার।
  • ৪র্থ স্টার সিনেপ্লেক্স - ২০২১ সালের আগস্টে, মিরপুর ২ এ সনি সিনেমা হলের স্থানে।
  • ৫ম স্টার সিনেপ্লেক্স - ২০২২ সালের এপ্রিলে, বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে।
  • ৬ষ্ঠ স্টার সিনেপ্লেক্স - ২০২৩ সালের এপ্রিলে, বালি আরকেড, চৌবাজার, চট্টগ্রাম। 
  • ৭ম স্টার সিনেপ্লেক্স - ২০২৪ সালের জানুয়ারি, নগরীর আই বাঁধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে  নির্মিত হয়।

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিটের মূল্য

আপনারা যারা এখনো স্টার সিনেপ্লেক্স-্এ কোন মুভি দেখেনি তারা হয়ত মনে করছেন স্টার সিনেপ্লেক্স টিকিটের মূল্য অনেক বেশি। কিন্তু প্রকৃতপক্ষে স্টার সিনেপ্লেক্স টিকিটের মূল্য অন্যান্য সিনেমা হলের টিকিটের মূল্যের তুলনায় অনেক কম। বিশ্বের যে কোন দেশ অপেক্ষা বাংলাদেশে এই টিকিটের মূল্য অনেক কম। 

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সর্বনিম্ন টিকিটের মূল্য হচ্ছে ২০০ টাকা। আসন  বিন্যাসের উপর ভিত্তি করে এই টিকিটের মূল্য কম বেশি হয়। আপনি যদি নরমাল সিটে বসে সিনেমা দেখেন তাহলে টিকিটের মূল্য কম আর যদি প্রিমিয়াম সিটে বসে সিনেমা দেখেন তাহলে টিকিটের মূল্য বেশি হবে।

বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য 

    • 2D সিনেমার সিটের রেগুলার মূল্য ৩০০ টাকা এবং প্রিমিয়াম মূল্য ৪০০ টাকা। 
    • 3D সিনেমার সিটের রেগুলার মূল্য ৪০০ টাকা এবং প্রিমিয়াম মূল্য ৫০০ টাকা। 
    • VIP 2D সিনেমার সিটের মূল্য ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা পর্যন্ত। 
    • VIP 3D সিনেমার সিটের মূল্য ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা পর্যন্ত।
    • Atmos 2D সিনেমার সিটের মূল্য ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।
    • Atmos 3D সিনেমার সিটের মূল্য ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।

সীমান্ত স্কয়ারস্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

    • 2D ও 3D সিনেমার সিটের রেগুলার মূল্য ৪০০ টাকা এবং প্রিমিয়াম মূল্য ৫০০ টাকা।
    • Atmos 2D সিনেমার সিটের মূল্য ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।
    • Atmos 3D সিনেমার সিটের মূল্য ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।

এসকেএস টাওয়ার স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

    • 2D ও 3D সিনেমার সিটের রেগুলার মূল্য ৪০০ টাকা এবং প্রিমিয়াম মূল্য ৫০০ টাকা।
    • Atmos 2D সিনেমার সিটের মূল্য ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।
    • Atmos 3D সিনেমার সিটের মূল্য ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।
    • VIP 2D ও 3D সিনেমার সিটের মূল্য ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। 

সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

    • 2D সিনেমার সিটের রেগুলার মূল্য ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। 
    • 3D সিনেমার সিটের রেগুলার মূল্য ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। 

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

    • 2D সিনেমার সিটের রেগুলার মূল্য ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। 
    • 3D সিনেমার সিটের রেগুলার মূল্য ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। 

বালি আরকেড, চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

    • 2D  ও 3D সিনেমার সিটের মূল্য ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত।

বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহী স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য 

    • 2D  ও 3D সিনেমার সিটের মূল্য ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত।

বুকিং করার নিয়ম স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিট

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিট বুকিং করার সহজ কয়েকটি নিয়ম আছে। আপনি হয়তো বড় পর্দায় সিনেমা দেখতে পছন্দ করেন। কিন্তু সিনেমাহলে গিয়ে দেখলেন সকল সিনেমার টিকিট বুকিং হয়ে গেছে। তাই আপনার ঘরে বসে স্টার সিনেপ্লেক্স- এর টিকিট ক্রয় করার প্রয়োজন। 

কিন্তু কিভাবে ঘরে বসে স্টার সিনেপ্লেক্স অনলাইনে টিকিট কাটবেন সে সম্পর্কে জানেন না। তাহলে আজ আপনাদের জানাবো কিভাবে স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিট বুকিং দিতে হয়। এর জন্য কতগুলো পদক্ষেপ অবলম্বন করতে হবে -

পদক্ষেপ-১ ঃ প্রথমেই আপনাকে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট লগইন করতে হবে। তবে আপনার যদি আগে কোন একাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই সবথেকে নিচে লেখা রেজিস্টার বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে যা ছবি-১ এ দেখানো হয়েছে। 

ছবি-২
ছবি-১
আপনি যখন রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন তখন ছবি-২ এর মত একটি উইন্ডো ওপেন হবে এবং সেখানে কিছু তথ্য আপনাকে পূরণ করতে হবে। সব তথ্য দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এখানে উল্লেখ্য যে, আপনার ছবির ফরমেটটি অবশ্যই webp ফরমেটে হতে হবে।
ছবি-৩
ছবি-২
সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে সাবমিট করলে আপনার প্রদেয় ফোনে একটি ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন মেসেজ চলে আসবে। সেই নাম্বারটি ছবি-৩ এ প্রদর্শিত উইন্ডোতে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হবে। এই কাজটি আপনাকে ৫ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে অন্যথায় আবার আপনাকে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য অনুরোধ করতে হবে।
ছবি-৪
ছবি-৩
পদক্ষেপ-২ঃ রেজিস্ট্রেশনের পরে আপনাকে প্রথমেই আপনি কোন হলে সিনেমা দেখতে চান সেই হল নির্বাচন করতে হবে। বাংলাদেশে কয়টি স্টার সিনেপ্লেক্স আছে তার তালিকা আপনাদেরকে আমি আগেই জানিয়েছি। ছবি-৪-এ তালিকা হতে আপনার সিনেমা হল নির্বাচন করতে হবে।
ছবি-৫
ছবি-৪
পদক্ষেপ-৩ঃ সিনেমা হল নির্বাচনের পর আপনি কত তারিখে সিনেমা দেখতে চান সেই তারিখ এবং পরে কোন সময় দেখতে চান তা নির্বাচন করতে হবে। তারপরে নিচে প্রদর্শিত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা দেখতে চান সেটাও নির্বাচন করতে হবে যা ছবি-৫-এ দেখানোর হয়েছে।
ছবি-৫
ছবি-৫
পদক্ষেপ-৪ঃ তারিখ, সময় ও সিনেমা নির্বাচনের পরে আপনি কোন ধরনের (রেগুলার, প্রিমিয়াম অথবা ভিআইপি) টিকিট কাটবেন তাও নির্বাচন করতে হবে। তারপর আপনাকে কয়টা টিকিট কাটবেন তাও ঠিক করে দিতে হবে। 

পদক্ষেপ-৫ঃ টিকিটের সংখ্যা নির্বাচনের পরে আপনাকে দুই মিনিট সময় দেওয়া হবে। যেখানে আপনি আপনার পছন্দের সেটটি খালি আছে কিনা তা যাচাই করা সাপেক্ষে সিটটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আপনি প্রদর্শিত আসনবিন্যাসের উপরের সিটের বিভিন্ন কালারের ব্যাখ্যার সাহায্য নিতে পারেন যা ছবি-৬-এ দেখানো হয়েছে।

ছবি-৭
ছবি-৬

পদক্ষেপ-৬ঃ সিট নির্বাচন করার পরে আপনি যদি নিজের জন্য টিকিট বুকিং দেন তাহলে পারচেজ টিকেট বাটনে ক্লিক করতে হবে। আর যদি অন্য কারো জন্য টিকিট বুকিং দেন তাহলে অবশ্যই তার নাম ও মোবাইল নাম্বার পূরণ করে পারচেজ টিকেট বাটনে ক্লিক করতে হবে যা ছবি-৭-এ দেখানো হয়েছে।

ছবি-৭
ছবি-৭
স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিটের পেমেন্ট মেথড

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিটের পেমেন্ট মেথডই হচ্ছে শেষ পদক্ষেপ। এখানে আপনাদের প্রথমেই সিলেক্ট করতে হবে কিভাবে (কার্ড/মোবাইল ব্যাকিং) পেমেন্ট করতে চান। আপনারা যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কার্ডের বিস্তারিত তথ্য প্রদান করে পে অপশনে ক্লিক করে টাকা পরিশোধ করতে পারবেন।

ছবি-৯
ছবি-৮

আর যদি মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ, উপায় অথবা অন্য কোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে চান তাহলে কার্ডের পাশেই দেখতে পাবেন মোবাইল ব্যাংকিং নামে একটি অপশন সেখানে সিলেক্ট করলেই বিভিন্ন মাধ্যম দেখতে পারবেন। এই মাধ্যমগুলোর মধ্যে একটি মাধ্যম সিলেক্ট করে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। 

স্টার সিনেপ্লেক্সে আজকের মুভি

স্টার সিনেপ্লেক্সে আজকে কোন কোন মুভি চলছে তা সম্পর্কে জানতে চাইলে করতে আমার পোস্টের এই অংশটুকু পড়তে হবে। এর জন্য প্রথমে আপনাকে লগইন করে হলে নাম সিলেক্ট করতে হবে। তারপর কোন তারিখে মুভিটি দেখতে চান, সেই তারিখটি নির্বাচন করতে হবে। তারপরে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আজকের চলমান মুভি গুলো।

এরপর হলের কোন রুমে আপনি মুভিটি দেখতে চান সে হলের সঠিক টাইমটি সিলেক্ট করে দিলেই আপনাকে পরবর্তীতে সিটের তাই সম্পর্কে জানতে চাইবে। এরপর কয়টি টিকিট কাটতে হবে তাও জানতে চাইবে। এই পোস্টের ছবি - ৬ দেখলে আপনি স্পষ্ট জানতে পারবেন, স্টার সিনেপ্লেক্সের আজকের মুভির নাম কিভাবে আধার ওয়েবসাইটে দেওয়া হয়।

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিটের লেখকের মন্তব্য

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিটের বুকিং ‍দেওয়া ও টিকিট কাটার জন্য এই পোস্টেরে মাধ্যমে কয়েকটি পদক্ষেপ সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। আপনার হঠাৎ একদিন ইচ্ছা হলো সপরিবারে অথবা বন্ধু-বান্ধব নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার। সেজন্য আপনারা সেজেগুজে সিনেমা হলে মুভি দেখতে গেছেন এবং হলে যেয়ে দেখলেন টিকিট শেষ হয়ে গেছে। 

ছবি-১০

তখন আপনার মনটা কেমন খারাপ হবে একটু চিন্তা করুন। তাই সিনেমা দেখার যখন ইচ্ছা হয়েছে তখনই আপনি আমার পোস্টে দেওয়া পদক্ষেপগুলো ফলো করে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবেন সিনেমা হলে সিট ফাঁকা আছে কিনা?

যদি ফাঁকা থেকে তাহলে আমি যেসব পদক্ষেপ উপরে দিয়েছি সেগুলো ফলো করে টিকিট বুকিং দেওয়া হলে আপনার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে অর্থাৎ হলে সিনেমা দেখতে পারবেন। এই পোস্টটি আশাকরি আপনাদের বিনোদনের জন্য খুব কাজে লাগবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ...

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url