OrdinaryITPostAd

ঘরে বসে আয় করার উপায়-১৫-২০ হাজার টাকা মাসে


মাসে ১৫-২০ হাজার টাকা ঘরে বসে আয় করার উপায় ‍নিয়ে চিন্তা করছেন। ভাবছেন কোন কাজটি করলে সময়ও পার হয়ে যাবে আবার হাতে কিছু টাকাও আসবে? তাহলে এই পোষ্টটি আপনার জন্য। এই পোষ্টে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে সহজ উপায়ে অনলাইন হতে টাকা ইনকাম করা যায়।

ছবি-১

প্রত্যেকের হাতে প্রতিদিন অনেক অবসর সময় থাকে। সে সময় আপনারা একটু বুদ্ধি করলেই হাতে কিছু টাকা আয় করতে পারবেন। সেজন্য আপনারা এই পোষ্টটি সম্পূর্ণ পড়লেই একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। ইহার জন্য শুধুমাত্র আপনার প্রবল ইচ্ছাশক্তিই থাকাই যথেষ্ট।

এই পোষ্টে যা যা থাকছেঃ ঘরে বসে আয় করার উপায়

ঘরে বসে আয় করার সকল উপায়

বর্তমান এই উর্ধমূখী বাজারে নিজেকে সাবলম্বি করতে সময়ের যথাযথ ব্যবহার প্রয়োজন আছে। তারই ধারাবাহিকতায় অনলাইনে ঘরে বসে ইনকামের অসংখ্য প্লাটফর্ম রয়েছে। এর মধ্যথেকে আপনার যেগুলো সবথেকে সহজ মনেহয় সেই প্লাটফর্ম থেকে আপনি শুরু করতে পারেন।

আপনি হয়ত মনে করছেন কিভাবে ঘরে বসে পনের থেকে বিশ হাজার টাকা ‍উপার্জন করা সম্ভব? ইহা সম্ভব এমকি মাসে লাখ টাকার উপরেও ইনকাম করা সম্ভব। তবে আপনাকে মনে রাখতে হবে প্রথম প্রথম আপনাকে অনেক ধৈর্য্য ধারণ করতে হবে এবং কাজে লেগে থাকতে হবে। 

পরে আপনিও একসময় দেখতে পারবেন দশ-বিশ হাজার টাকা নয় প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম হচ্ছে। তবে সবার কাছে সব প্লাটফর্ম সহজ নাও লাগতে পারে। তাই আপনার কাছে কোনটি সহজ মনে হচ্ছে সেইটাকে বেছে নিয়ে এগিয়ে যেতে হবে। 

ছবি-২
এখন আপনাদের সামনে কতগুলো উপায় সম্পর্কে সংক্ষেপে দেওয়া হলো-

  • অ্যাফিলেট মার্কেটিং - এই প্লাটফর্মে আপনাকে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট কিছুটা কমিশনের মাধ্যমে বিক্রয় করতে হবে। কিছুটা কঠিন তবে ইনকাম প্রচুর আসে।
  • ইউটিউব চ্যানেল - নিজের ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন ভিডিও আপলোড করে। সহজ কিন্তু প্রচুর সময় ও শ্রম দিতে হবে। টাকাও আসে প্রচুর।
  • ব্লগিং - নিজস্ব ওয়েবসাইটে ব্লগ তৈরী করে। এক্ষেত্রে বিভিন্ন অর্টিকেল পড়ে বুঝে তারপর লিখতে হবে।
  • ডিজিটাল কনটেইন্ট রাইটিং - এই মার্কেটপ্লেসে বিভিন্ন আর্টিকেল রাইটিং সার্ভিস প্রদান করার মাধ্যমে ইনকাম করা সম্ভব। তবে এক্ষেত্রে টাইপিং স্পিড বেশি থাকতে হবে।
  • অনলাইন টিউটরিং - অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনার মাধ্যমে ইনকাম করা সম্ভব। ভাল পরিচিতি থাকতে হবে।
  • ওয়েবসাইট ও ডোমেইন ফ্লিপিং - একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরী করে ও ডোমেইন বিক্রি করে আপনি আয় করতে পারেন। তবে এতে আপনার সময় বেশি লাগবে কিন্তু একবারে মোটা অংকের টাকা হাতে আসবে।
  • গ্রাফিক্স ডিজাইন ও প্রোগ্রামিং - এর জন্য আপনাকে গ্রাফিক্সের কয়েকটি সফটওয়ারের সম্বন্ধে ও কোড সম্পর্কে ধারনা থাকতে হবে। ইহা সহজ নয় কিছুটা কঠিন কিন্তু অল্প সময়ে প্রচুর টাকা আয় করা যায়।
  • অ্যাপস্ তৈরী - মোবাইল ফোনের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাপস্ তৈরী করে আপনি আয় করতে পারেন। কিছুটা কঠিন তবে বর্তমান সময়ে এর ব্যপক চাহিদা রয়েছে।
  • অনলাইন ট্রেডিং করে - আপনি বিভিন্ন শেয়ার, ফরেক্স, ক্রিপ্টকারেন্সি ইত্যাদি মাধ্যম গুলোতে ট্রেডিং করে আয় করতে পারেন। তবে এখানে আপনাকে নিজেকে অনেক কন্ট্রোল করতে হবে। জেনেবুঝে সাবধানে টাকা ইনভেস্ট করতে হবে।
  • ই-বুক বিক্রয় - আপনি বিভিন্ন বিষেয়ের উপর ই-বুক তৈরী করে মার্কেটিং-এর মাধ্যমে তা বিক্রয় করে আয় করতে পারেন। ইহা সহজ তবে প্রচুর জ্ঞান থাকতে হবে।
  • ভিডিও গেম লাইভ স্ট্রিমিং - ফেসবুক অথবা ইউটিউবে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে আয় করতে পারেন। সহজ এবং আয়ও ভাল আসে তবে শুরুতেই সেটআপ করতে খরচ অনেক প্রয়োজন হয়।
  • ট্রান্সক্রিপিটিং - ক্লাইন্টের বিভিন্ন অডিও কথাকে টেক্স-এ পরিবর্তন করে আয় করতে পারেন। সহজ, আয়ও ভাল তবে মার্কেপ্লেসে প্রতিযোগীতা অনেক বেশি।
  • ভার্চুয়াল এ্যাসেসমেন্ট - ক্লাইন্টের বিভিন্ন প্রোজেক্টকে অনলাইনের মাধ্যমে সমধানের মাধ্যমে আয় করতে পারেন। সহজ নয়, দক্ষতা ও জ্ঞান দুটিই লাগবে। তবে প্রচুর পরিমানে আয় করা সম্ভব।

ফ্রিল্যান্সিং মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

যখনই অনলাইনে ইনকামের প্রশ্ন আসে তখনই সবার মনে একটাই প্লাটফর্ম ভেসে উঠে। সেটা হলো ফ্রিল্যান্সিং। বর্তমান বিশ্বে টাকা ইনকামের অন্যতম সবচেয়ে সেরা একটি প্লাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং। এরকম অনেক সফল ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। 

এক্ষেত্রে প্রয়োজন হবে আপনার কিছু যোগ্যতা ও দক্ষতা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো লেখালেখির যোগ্যতা, অনুবাদ করার দক্ষতা, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনের যোগ্যতা ও আনুসাঙ্গিক বিষয়সমুহ। 

এই প্লাটফর্মে টাকা ইনকাম করতে হলে আপনাকে বিশ্বের কয়েকটি ওয়েবসাইটে আপনার একাউন্ট থাকতে হবে। কারণ ক্লাইন্টরা এইসব ওয়েবসাইটে বিভিন্ন কাজ/প্রজেক্ট দিয়ে থাকে। সে ওয়েবসাইটগুলো হলো-

  • Upwork.com
  • Fiver.com
  • Freelancer.com
  • Guru.com

এইসব ওয়েবসাইটে একাউন্ট খুলে আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্লাইন্টের সাথে কাজ করে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন।

এখানে উল্লেখ্য যে, এই প্লাটফর্মে আপনাকে শুরুতেই কোন বিনিয়োগ করতে হবে না। দক্ষতা ও অভিজ্ঞতার জন্য অন্যান্য আর্টিকেল পড়তে হবে। অনলাইনে আনুমানিক ৫ হতে ৬ ঘন্টা সময় দিতে হবে। যার ফলস্বরুপ আপনি মাসে ৫০ থেকে ৫০,০০০ টাকা এমনকি লাখ টাকাও ইনকাম করতে পারবেন। 

ব্লগিং-এর মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে ব্লগিং আপনার জন্য সেরা প্লাটফর্ম যেখান থেকে প্রতি মাসে সর্বোচ্চ ৩০ হতে ৪০ হাজার টাকা অনলাইন হতে ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনার প্রয়োজন হবে একটি নিজস্ব ওয়েবসাইট। 

নিজস্ব ওয়েবসাইট খোলার জন্য আপনাকে শুরুতেই কিছু অর্থাৎ ২,০০০ টাকা মত খরচ করতে হবে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য। বিশ্বে সাধারনত দুইটি প্লাটফর্ম হতে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। সেগুলো হলো - 

ইউটিউবের মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও দেখেনা এরকম মানুষের সংখ্যা খুবই কম। এই প্লাটফর্ম যেখানে সর্বস্তরের মানুষের বিচরন করে। তাই এই মধ্যমকে আপনি আপনার টাকা আয়ের হাতিয়ার হিসেবে বেছে নিতে পারেন। 

তবে এর জন্য ইউটিউবে আপনার একটি চ্যানেল ও চ্যানেলটি মনিটাইজ থাকতে হবে। যেখানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরী ও আপলোড করে আয় করতে পারেন। মনিটাইজ হওয়ার কিছু সহজ শর্ত আছে তা পূরণ করলেই আপনার আয় শুরু হবে।

এখানে লক্ষ্যনীয় বিষয় যে, অন্যের ভিডিও কখনই আপনার চ্যানেলে আপলোড করবেন না তাহলে চ্যানেলটি ব্লক হয়ে যাবে। এখন আসুন আমরা জেনে নেই কোন কোন বিষয়ের উপর ভিডিও তৈরী করা লাভজনক -

  • প্রণোদনা বিষয়ক ভিডিও
  • পন্য আনবক্সিং ভিডিও
  • গেমের ভিডিও
  • রাস্তার পাশে বিক্রিত বিভিন্ন খাবর তৈরীর ভিডিও 
  • আনালাইন হতে আয়ের টিপসের ভিডিও
  • খাবার তৈরীর ভিডিও
  • সেলিব্রেটিদের লাইফ স্টাইলের ভিডিও
  • অনলাইন ক্লাসের ভিডিও
  • স্বাস্থ্য বিষয়ক ভিডিও
  • টিউটোরিয়াল ভিডিও
  • খেলাধুলা বিষয়ক ভিডিও
  • গান ও নাচের ভিডিও
এছাড়া আরো অনেক ধরনের ভিডিও তৈরী করা যায়। উপরে উল্লেখিত যেকোন একটি অথবা দুইটি আপনি বেছে নিতে পারেন তবে সবগুলো একসাথে করার চেষ্টা করবেন না তাহলে কোনটিই হবে না।

ফেসবুকের মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

এই বছরটা ফেসবুকের মাধ্যমে ঘরে বসে আয়ের একটি স্বর্ণযুগ। এই প্লাটফর্মের মাধ্যমে অনেকে লক্ষ্য লক্ষ্য টাকা ইনকাম করছ। সেক্ষেত্রে আপনিও এটাকে বেছে নিতে পারেন। তবে প্রথমেই আপনার একটি ফেসবুক পেজের দরকার হবে। 
 
এরপর পেজটিকে মনিটাইজ করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। মনিটাইজ হওয়ার পরে আপনার হাতে টাকা আসতে থাকবে। এখন জেনে নেই কোন কোন উপায়ে ফেসবুক হতে আয় করা যায়। 

  • যেকোন প্রডাক্ট বিক্রি করে
  • রিল আপলোড করে
  • ফুল লেন্থ ভিডিও আপলোড
  • ফেসবুক পেইজ বিক্রিয় করে
এক্ষেত্রে আপনাকে খুব সতর্কতার সহিত লক্ষ্য রাখতে হবে কোন মতেই যেন কপিরাইট ইস্যু না আসে। তা হলে আপনার ফেসবুক আইডিটি ব্লক হয়ে যাবে।

অনলাইন মার্কেটিং-এর মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

অনলাইন মার্কেটিং-এর মাধ্যমেও আপনি চাইলে ইনকাম করতে পারেন। তবে প্রথমেই আপনার প্রডাক্ট ক্রয় করার জন্য কিছু টাকার প্রয়োজন হবে। এর জন্য আপনাকে এ্যাড বানাতে হবে। যা ক্লাইন্টকে আকর্ষন করবে প্রোডাক্ট ক্রয় করার জন্য। কিছু গিফটের ব্যবস্থা করলে আরেও ভাল হয়। ইহা সাধারনত দুই ধরনের মার্কেটপ্লেসে করতে পারেন সেগুলো হলো-

  • লোকাল এরিয়াতে - অর্থাৎ নিজের এরিয়াতে নিজস্ব কোন প্রোডাক্ট মাকেটিং করে।
  • গ্লোবাল এরিয়াতে - অর্থাৎ দেশের সকল ক্লাইন্টের জন্য। 

ডাটা এন্ট্রির মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

আপনার যদি টাইপিং স্পিড ভাল থাকে তাহলে ডাটা এন্ট্রির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আয় করা সম্ভব। এক্ষেত্রে আপনার শুরুতেই কোন প্রকার টাকার প্রয়োজন হবে না। শুধুমাত্র কয়েকেটি ওয়েবসাইটে একাউন্ট থাকতে হবে। কোন কোন সাইটে একাউন্ট থাকতে হবে তা আপনাদের আমি আগেই জনিয়ে দিয়েছি।

তবে এক্ষেত্রে শুরুতে অনেক ধৈর্যের প্রয়োজন আছে। কারণ বর্তমান বিশ্বে প্রতিযোগীতা অনেক বেশি হয়ে গেছে। ক্লাইন্টরা তাদের কাজের টপিকস্, ছবি অথবা অডিও ক্লিপ আপনাকে দিবে এবং বলে দিবে এই পেজগুলো ওয়ার্ড, এক্সেল আথাবা অন্য কোন ফরমেটে দিতে হবে। 

এসব কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তাদের প্রদান করা টাইমলাইন যেন ওভার না হয়ে যায়। কাজ সম্পূর্ণ ভালভাবে ডেলিভারি করার পর তাদের কাছে থেকে পজেটিভ ফিডব্যাক নিতে হবে। যা আপনার পরবর্তী কাজ পেতে সহযোগীতা করবে।

গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

বর্তমান বিভিন্ন মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইন একটি সম্ভবনাময় প্লাটফর্ম। সিনেমা থেকে শুরু করে সব ধরনের কাজে গ্রাফিক্স-এর ভুমিকা রয়েছে। সেক্ষেত্রে শুরুতেই আপনাকে একটু ভাল মানের কম্পিউটার কিনতে হবে এবং কয়েকটি সফটওয়ার সম্পর্কে জানতে হবে-

  • অ্যাডবি ফটোসপ
  • অ্যাডবি ইলাসট্রেটর
  • কোরাল ড্র
  • ইউলিড ভিডিও স্টুডিও
  • এইচটি এম এল

এছাড়া আরো অনেক আছে। আপনার কাজে যে সফটওয়ার সহজ মনে হয়ে সেটা বেছে নিয়ে কাজে নেমে পড়তে পারেন। এই কাজের দক্ষতার মাধ্যমে আপনি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে বর্তমান মার্কেটপ্লেসে লোগো ডিজাইনের মাধ্যমে প্রচুর টাকা আয় করা সম্ভব।

অ্যাফিলেট মার্কেটিং-এর মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

ইহা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি অন্য কোন প্রতিষ্ঠানের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে, ব্লগে, সোশ্যাল মিডিয়ার পেইজে এ্যাড দিয়ে বিক্রি করে ঘরে বসে আয় করতে পারবেন। এতে নির্ধারিত প্রতিষ্ঠানটি আপনাকে কমিশন ভিত্তিতে অর্থ প্রদান করবে।

এর জন্য আপনকে শুরুতেই কোন অর্থের প্রয়োজন হবে না তবে অ্যাফিলেট প্রোগ্রামে রেজিষ্ট্রেশন করতে হবে। যেখান থেকে প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তাদের লিংঙ্ক আপনি আপনার বিভিন্ন মধ্যমে লিংঙ্কটি পাবলিস করে এই পদ্ধতিটা সম্পন্ন করতে পারেন।

কাজটি কঠিন কিন্তু আপনার ওয়েবসাইটে যদি প্রচুর ভিজিটর থাকে অথবা আপনার সোশ্যাল মিডিয়া পেজে যদি প্রচুর ফলোয়ার থাকে তাহলে অন্য প্রতিষ্ঠান তাদের লিংঙ্কটি শেয়ার করাতে আগ্রহ প্রকাশ করে যার মাধ্যমে আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন। 

অনলােইন টিউটরের মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

করোনার পর থেকে টিউটরিং-এর এই মাধ্যমটি খুবই জনপ্রিয় হয়েছে। আপনার যদি পড়াশুনা করাতে ভাল লাগে তাহলে আপনি এইভাবে ঘরে বসে আয় করে ঘরে বসে প্রতিদিন ১ থেকে ২ হাজার পর্যন্ত আয় করতে পারবেন। এরজন্য আপনাকে আবশ্যই প্রশিক্ষন গ্রহণ করতে হবে। আপনি কোন বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ের উপর আপনার বিভিন্ন মাধ্যমে এ্যাড প্রদান করে ছাত্রদের আকর্ষন করাতে হবে।

এই প্লাটফর্মে আপনার সবথেকে বেশি সুবিধা হলো আপনি কোন ক্লাসরুম ছাড়[ই ছাত্রছাত্রীদের পাঠদান করাতে পারছেন। এখানে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা আছে তারা কোনরুপ যাতায়াত খরচ না দিয়ে ঘরে বসে নিদৃষ্ট বিষয়ের ভাল শিক্ষকের সহায্য নিয়ে পড়াশুনা করতে পারছে।

অফনলাইন ছবি বিক্রির মাধ্যমে ঘরে বসে আয় করার উপায়

আপনি যদি ছবি তোলার ক্ষেত্রে পারদর্শী হন তাহলে আপানি এই প্লাটফর্মটি বেছে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে শুরুতেই একটি ভাল মানের ক্যামেরা লাগবে। একটি ভাল মানের ক্যামেরাযুক্ত স্মার্টফোনের মাধ্যমেও আপনি এই কাজটি করতে পারেন। তবে আপনার যদি ডিএসএলআর ক্যামেরা থাকে এবং আপনি যদি প্রফেশনাল হন তাহলে সবথেকে ভাল।

ছবি তোলার পর তা বিভিন্ন স্টক ওয়েবসাইটে আপলোড করে আপনি আয় করতে পারেন। এরজন্য আপনাকে কয়েকটি স্টক ওয়েবসাইটে প্রথমেই একাউন্ট করতে হবে। তারা আপনার ছবির কিছু নমুনা নিয়ে তারা অনুমোদন দিলে আপনি আপনার ছবি আপলোড করে আয় করতে পারবেন। তবে এরজন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে।

এখন আপনাদের কয়েকটি বহুল প্রচলিত কয়েকটি স্টক ওয়েবসাইটের নাম জানিয়ে দেই-

  • Alamy.com
  • Deramstime.com
  • Sutterstock.com
  • Etsy.com
  • Adobestock.com
  • GettyImage.com

ঘরে বসে করার উপায় সম্বন্ধে লেখকের মতামত 

তাহলে আজকের লেখার শেষ দিকে চলে এসেছি। আশা করি আজকের এই কন্টেন্ট-এর মাধ্যমে আপনারা মাসে ১৫-২০ হাজার টাকা আয় করার সহজ কয়েকটি উপায় সম্পর্কে জানতে পেরেছেন। আমার মনেহয় আপনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। তবে প্রথমে কঠিন মনে হলেও পরে সহজ হয়ে যাবে।

ছবি-৩

আমার নিজের কাছেও এরকম মনে হয়েছিল তবে আমি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়ে আজ পর্যন্ত এই সেক্টর হতে প্রচুর টাকা আয় করতে পেরেছি। এক্ষেত্রে আপনাদের প্রথমেই সবগুলো প্লাটফর্ম নিয়ে চিন্তা না করে আপনার পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যেকোন একটি বেছে নিয়ে কাজ শুরু করতে হবে আশাকরি ভবিষ্যতে আপনার জন্য ভাল সময় অপেক্ষা করছে। 

 
ধন্যবাদ সাবাইকে। সবাই ভাল থাকবেন আশাকরি..........

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অজানা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url